Tuesday, March 19, 2013

হেরা পর্বত

রাসুল (সাঃ) এই হেরা পর্বত এ ধ্যান করতেন। মহা-পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার আগে রাসুল (সাঃ) টানা ৪০ দিন এই ৩০০০ ফুট উচু পর্বতে ধ্যান করেছিলেন। চুড়ায় উঠে আরো ৪০ ফুট নিচে নামলে একটি গুহা আছে, সেখানে বসে তিনি ভাবতেন। মক্কায় প্রায় ৬,৫০০ পর্বত রয়েছে; কিন্তু, রাসুল (সাঃ) হেরা কে বেছে নেন কারন -- এই গুহা হতে তাকালে সরাসরি ৪ কিলোমিটার দূরে পবিত্র বায়তুল্লাহ দেখা যায়।

একদিন রাসুল (সাঃ) বসে আছেন, হঠাৎ তিনি অস্থির বোধ করেন। তিনি আকাশের দিকে চাইলেন। দেখলেন-- একজন কেউ বিরাট এক চেয়ারে বসে আছেন; রাসুল (সাঃ) প্রচণ্ড ভয় পেলেন। তিনি ছিলেন-- জিব্রাইল (আঃ)। ধীরে ধীরে তিনি নেমে এলেন। রাসুল (সাঃ) কে বুকে একবার চেপে ধরে বললেনঃ "পড়ুন"। রাসুল (সাঃ) বললেনঃ "আমি তো পড়তে পারিনা। আবারো জিব্রাইল (আঃ) একবার বুকে চেপে দিয়ে বললেনঃ "পড়ুন"। রাসুল (সাঃ) একই উত্তর দিলেন। আবারো জিব্রাইল (আঃ) সজোরে বুকে চেপে ধরে বললেনঃ "পড়ুন"। এবার আল্লাহ-র আদেশে রাসুল (সাঃ) পড়তে শিখলেন। তাঁর উপরে নাজিল হল-- "ইক্করা বিসমি রাব্বি কাল্লাজি খালাক.........।" (পড়, তোমার প্রভূর নামে............)। অবতীর্ণ হল মহাগ্রন্থ আল কোরআন। সুবহানআল্লাহ।

No comments:

Post a Comment